কাপ্তাই উপজেলায় কর্মরত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার ( এনজিও) দের তথ্য
কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা
ক্রমিক নং | বিবরন |
| ||||
১ | বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের (এনজিও) নাম | সাংগ্রাই ( বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা) | ||||
২ | বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ধরন | স্থানীয় | ||||
৩ | রেজিষ্ট্রেশন ( নিবন্ধন ) নং | রাংগা- ২৩১/২০০৪ | ||||
৪ | প্রতিষ্ঠানের প্রধান ( হেড) অফিসের ঠিকানা | নারানগিরি মুখ, রাইখালী বাজার,চন্দ্রঘোনা থানা,কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি। | ||||
৫ | জেলাস্থ অফিসের ঠিকানা | প্রযোজ্য নহে | ||||
৬ | কাপ্তাই উপজেলাস্থ ঠিকানা | নারানগিরি মুখ, রাইখালী বাজার,চন্দ্রঘোনা থানা,কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি। | ||||
৭ | প্রতিষ্ঠানের প্রধানের নাম(চেয়ারপারশন/ইডি/পিডি/সিও | ইখ্যাইপ্রম্ন, চেয়ারপারশন/ রম্নবী চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা | ||||
৮ | যোগাযোগের জন্য ফোন নং | - | ||||
৯ | যোগাযোগের জন্য মোবাইল ফোন নং | ০১৭১৯২২৯২৪২ | ||||
১০ | প্রতিষ্ঠানের ই-মেল ঠিকানা | email: sangrai.chandraghona@gmail.com | ||||
১১ | প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা | ঈুরম্নষ
| মহিলা | মোট
| ||
৬ জন | ৪ জন | ১০ জন | ||||
১২ | কাপ্তাই উপজেলায় কর্মরত(দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তার নাম | মি: পাইসুইমং মারমা | ||||
১৩ | কাপ্তাই উপজেলায় কর্মরত(দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তার ফোন নং | ০১৮১৩৩৪৮১৪৩ | ||||
১৪ | কাপ্তাই উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা | ৯ জন | ||||
১৫ | কাপ্তাই উপজেলায় কর্মরত মহিলা কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা | ৪ জন | ||||
১৬ | প্রতিষ্ঠানের সেবা / কাজের ধরন | সচেতনতা/উদ্বুদ্ধকরন | সরাসরি সেবা প্রদান | উপকরন/লজিস্টিক | ||
| শিক্ষা | সচেতনতা/উদ্বুদ্ধকরন | শিক্ষক বেতন, হোষ্টেল সংস্কার , তৈজষপত্র ক্রয় ও কেয়ার টেকার এর বেতন ও ছাত্রদের ফুড সাবসিডি, স্কুল সংস্কার,আয়র্বদ্ধিমূলক কার্যক্রম, | শিক্ষা উপকরন ও খেলার সরজ্ঞাম | ||
| স্বাস্থ্য | - |
|
| ||
| ঋন( Micro Credite) | - |
|
| ||
| বনায়ন | - |
|
| ||
| অন্যান্য |
|
|
| ||
১৭ | কাপ্তাই উপজেলায় কোন কোন ইউনিয়নে কার্যক্রম রয়েছে | রাইখালী ইউনিয়ন ও ওয়াগা ইউনিয়ন | ||||
১৮ | উপকার/সুবিধাভোগীর সংখ্যা(২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী | ৯৪৯১ জন | ||||
১৯ | প্রতিষ্ঠানের কার্যক্রমের বিশেষত্ব ( Specialty ) | সংসত্মার কার্যকরী পরিষদের সদস্য ও কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের অনুদানে প্রতিবৎসর স্থানীয় দুঃস্থ ও গরীব লোকদের কম্বল বিতরন করা হয়, নববর্ষ উপলক্ষ্যে এলাকাবাসীর বিনোদনের জন্য পানি উৎসবের আয়োজন, প্রকল্প বর্হিভহত স্কুলসমূহে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য আর্থিক সহযোগীতা প্রদান। | ||||
* কর্মকান্ডের সচিত্র তথ্য : সংযুক্ত ‘‘ ক ‘‘
* কর্মকান্ডের বিসত্মারিত বিবরন : সংযুক্ত ‘‘ খ ‘‘
কার্যক্রমের বিবরন | বিষয় |
শিক্ষা উপকরন ও খেলার সরজ্ঞাম বিতরন | ঝরে পড়া রোধ কল্পে ও শিশুদেও শারীরিক মানসিক বিকাশ, প্রতিযোগীতার মনোভাব তৈরী করার জন্য প্রতি বৎসর শিক্ষা উপকরন(খাতা,পেন্সিল,কলম,স্কেল,ইরেজার,গেস্নাব, ফুটবল,স্কিপিং ) |
বিদ্যালয় পর্যায়ে শিক্ষনীয় মিনা কার্টুন প্রদর্শন।
| মিনা কার্টুন প্রদর্শনীর মাধ্যমে মেয়ে শিশুর শিক্ষা, ছেলেমেয়ের সমান অধিকার, বাল্য বিবাহ রোধ করা,স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার,বিশুদ্ধ পানি পান করা ইত্যাদি বিষয়ে সচেতন করা ও ছেলেমেয়েদের মতামত গ্রহণ করে আলোচনায় অংশ গ্রহনে উৎসাহ প্রদান। |
সরকারী কর্মকর্তা দ্বারা স্কুল পরিদর্শন করানো ও মতামত গ্রহণ | স্কুলের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করত: সরাসরি মতামত প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা । |
ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সাথে সংস্থার কর্মীদের বৈঠক ও যৌথ ভাবে স্কুল পরিদর্শন | স্কুলের বিভিন্ন অসুবিধা আলোচনা ও পরিদর্শনের মাধ্যমে সুরাহা করা ।
|
এস,এম,সি’র সাথে বৈঠক | বিদ্যালয়েশিক্ষকদেরউপস্থিতিনিশ্চিতকরা,বিদ্যালয়ের বিদ্যমান অসুবিধাগুলি চিহৃিত করে তা সমাধানের চেষ্টা করা । |
মা দলের সাথে বৈঠক | বাড়িতে ছেলেমেয়েদের নিয়মিত লেখাপড়া তদারক করা ও নিশ্চিতকরন, স্বাস্থ্যসেবা তদারকীকরন, পুষ্টি সম্পর্কিত আলোচনা। |
যুব দলের সাথে বৈঠক | বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরন, বাড়ীতে ছেলেমেয়েদের লেখাপড়া তদারকী করা । এসএমসি, মা দলের সাথে যোগাযোগ করা । |
ফিল্ম শো প্রদর্শন
| মিনা কার্টুন প্রদর্শন করে ছেলেমেয়েদের স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, পায়খানার পর সাবান বা ছাই ব্যবহার করা , যৌতুক নেয়া ও দেয়া সমান অপরাধ, বাল্য বিবাহ রোধ, ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে সম অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ছেলেমেয়েদের স্কুলে লেখাপড়ার আগ্রহ সৃষ্টি করা
|
পথ নাটক প্রদর্শন | পথ নাটক প্রদর্শন করে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, পুষ্টি,মেয়ে শিশুর শিক্ষার হার বৃদ্ধি,শিক্ষার অধিকার সম্পর্কে
|
ক্লিনিং ডে | পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সচেতনতা সৃষ্টি, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল পরিস্কার করা , বাড়ীঘর পরিস্কার রাখা ইত্যাদি শিখিয়ে দেয়া, স্কুলে টয়লেট সামগ্রী যথা হারপিক, টয়লেট ব্রাশ, ঝাড়ু, ঝাড়ন, বালতি,মগ,সাবান ইত্যাদি দেয়া হয়েছে। |
গোল টেবিল বৈঠক | উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক,স্কুল পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি/সাধারন সম্পাদক সমন্বয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার মান নিশ্চিতকরনের পন্থা খুঁজে বের করা।
|
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা | ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তির হার বৃদ্ধি,ঝরে পড়া রোধ, খেলাধূলার মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষা ও প্রতিযোগীতার মনোভাব তৈরীর জন্য সংস্থা কতৃক মনোনীত প্রতিটি স্কুলের জন্য ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আলাদা না করে ক্লাষ্টার ভিত্তিতে দুই অথবা তিনটি স্কুল একসাথে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
|
শিক্ষামূলক পরিদর্শন | সামাজিক পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরন ও দক্ষতা অর্জনের লক্ষ্যে মনোনীত স্কুলের পরিচালনা কমিটি, মা ও যুব কমিটির সদস্যদের অন্য এলাকার স্কুল পরিদর্শন করানো। |
লক্ষিত জনগোষ্ঠির সহযোগীতায় শিক্ষা সামাজিক আবাসন বিষয়ক কর্মশালা ও ছাত্রাবাস চালু | প্রাথমিক শিক্ষা সমাপ্তকারী ছাত্রদের জন্য বৌদ্ধ বিহারে ছাত্রাবাস কার্যক্রম চালু করা।এই কার্যক্রমের দ্বারা শিক্ষার সাথে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহন করার চেষ্টা। |
মা দলের সদস্যদের প্রশিক্ষন | শিশু শিক্ষা উন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ে প্রশিক্ষন । |
যুব দলের সদস্যদের প্রশিক্ষন | শিশু শিক্ষা উন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ে প্রশিক্ষন। |
শিশু অধিকার | সংশিষ্ট এলাকাবাসীর কাছে শিশু অধিকার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষন। |
শিক্ষা ও শাসন ব্যবস্থা | শিক্ষার শাসন ব্যবস্থাপনা বিষয়ে মা, যুবক ও এসএমসি কমিটির সদস্যদের প্রশিক্ষন |
* কেস স্টোরী ( কেস স্টাডি ) : সংযুক্ত ‘‘ গ ‘‘
* প্রতিষ্ঠানের প্রধানের নাম( ইডি) ও ছবি : সংযুক্ত ’’ঘ’
* কাপ্তাই উপজেলায় কর্মরত( দায়িত্বপ্রাপ্ত) কর্মকতার ছবি : ’’ঙ’’
সংযুক্ত ’’ক’’
শিক্ষা উপকরন বিতরনঃ
Site was last updated:
2024-01-20 20:47:31
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS |