Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগ্রাই ( বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা)

কাপ্তাই উপজেলায় কর্মরত বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার ( এনজিও) দের তথ্য

কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা

 

 

ক্রমিক নং

বিবরন

 

বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের (এনজিও) নাম

সাংগ্রাই ( বেসরকারী  স্বেচ্ছাসেবী সংস্থা)

বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ধরন

স্থানীয়

রেজিষ্ট্রেশন ( নিবন্ধন ) নং

রাংগা- ২৩১/২০০৪

প্রতিষ্ঠানের প্রধান ( হেড) অফিসের ঠিকানা

নারানগিরি মুখ, রাইখালী বাজার,চন্দ্রঘোনা থানা,কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি।

জেলাস্থ অফিসের ঠিকানা

প্রযোজ্য নহে

কাপ্তাই উপজেলাস্থ ঠিকানা

নারানগিরি মুখ, রাইখালী বাজার,চন্দ্রঘোনা থানা,কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি।

প্রতিষ্ঠানের প্রধানের নাম(চেয়ারপারশন/ইডি/পিডি/সিও

ইখ্যাইপ্রম্ন, চেয়ারপারশন/ রম্নবী চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা

যোগাযোগের জন্য ফোন নং

-

যোগাযোগের জন্য মোবাইল ফোন নং

০১৭১৯২২৯২৪২

১০

প্রতিষ্ঠানের ই-মেল ঠিকানা

email: sangrai.chandraghona@gmail.com

১১

প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা

ঈুরম্নষ

 

মহিলা

মোট

 

৬ জন

৪ জন

১০ জন

১২

কাপ্তাই উপজেলায় কর্মরত(দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তার নাম

মি: পাইসুইমং মারমা

১৩

কাপ্তাই উপজেলায় কর্মরত(দায়িত্বপ্রাপ্ত) কর্মকর্তার ফোন নং

০১৮১৩৩৪৮১৪৩

১৪

কাপ্তাই উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা

৯ জন

১৫

কাপ্তাই উপজেলায় কর্মরত মহিলা কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা

৪ জন

১৬

প্রতিষ্ঠানের সেবা / কাজের ধরন

সচেতনতা/উদ্বুদ্ধকরন

সরাসরি সেবা প্রদান

উপকরন/লজিস্টিক

 

                                                         শিক্ষা

সচেতনতা/উদ্বুদ্ধকরন

শিক্ষক বেতন, হোষ্টেল সংস্কার , তৈজষপত্র ক্রয় ও কেয়ার টেকার এর বেতন ও ছাত্রদের ফুড সাবসিডি, স্কুল সংস্কার,আয়র্বদ্ধিমূলক কার্যক্রম,

শিক্ষা  উপকরন ও খেলার সরজ্ঞাম

 

                                                         স্বাস্থ্য

-

 

 

 

                                       ঋন( Micro Credite)

-

 

 

 

                                                        বনায়ন

-

 

 

 

                                                         অন্যান্য

 

 

 

১৭

কাপ্তাই উপজেলায় কোন কোন ইউনিয়নে কার্যক্রম রয়েছে

রাইখালী ইউনিয়ন ও ওয়াগা ইউনিয়ন

১৮

উপকার/সুবিধাভোগীর সংখ্যা(২০১১ সালের প্রতিবেদন অনুযায়ী

৯৪৯১ জন

১৯

প্রতিষ্ঠানের কার্যক্রমের বিশেষত্ব (  Specialty )                              

সংসত্মার কার্যকরী পরিষদের সদস্য ও কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের অনুদানে প্রতিবৎসর স্থানীয় দুঃস্থ ও গরীব লোকদের কম্বল বিতরন করা হয়, নববর্ষ উপলক্ষ্যে এলাকাবাসীর বিনোদনের জন্য পানি উৎসবের আয়োজন, প্রকল্প বর্হিভহত স্কুলসমূহে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য আর্থিক সহযোগীতা প্রদান।

       

 

 

*  কর্মকান্ডের সচিত্র তথ্য :  সংযুক্ত  ‘‘ ক ‘‘

 

*  কর্মকান্ডের বিসত্মারিত বিবরন :  সংযুক্ত ‘‘ খ ‘‘

কার্যক্রমের বিবরন

বিষয়

শিক্ষা উপকরন ও খেলার সরজ্ঞাম বিতরন

ঝরে পড়া রোধ কল্পে ও শিশুদেও শারীরিক মানসিক বিকাশ, প্রতিযোগীতার মনোভাব তৈরী করার জন্য প্রতি বৎসর শিক্ষা উপকরন(খাতা,পেন্সিল,কলম,স্কেল,ইরেজার,গেস্নাব, ফুটবল,স্কিপিং )

বিদ্যালয় পর্যায়ে শিক্ষনীয় মিনা কার্টুন  প্রদর্শন।

 

মিনা কার্টুন প্রদর্শনীর মাধ্যমে মেয়ে শিশুর শিক্ষা, ছেলেমেয়ের সমান অধিকার, বাল্য বিবাহ রোধ করা,স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার,বিশুদ্ধ পানি পান করা ইত্যাদি বিষয়ে সচেতন করা ও ছেলেমেয়েদের মতামত গ্রহণ করে আলোচনায় অংশ গ্রহনে উৎসাহ প্রদান।

সরকারী কর্মকর্তা দ্বারা স্কুল পরিদর্শন করানো ও মতামত গ্রহণ

স্কুলের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করত: সরাসরি মতামত প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ।

ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সাথে সংস্থার কর্মীদের বৈঠক ও যৌথ ভাবে স্কুল পরিদর্শন

স্কুলের বিভিন্ন অসুবিধা আলোচনা ও পরিদর্শনের মাধ্যমে সুরাহা করা ।

 

এস,এম,সি’র সাথে বৈঠক

 বিদ্যালয়েশিক্ষকদেরউপস্থিতিনিশ্চিতকরা,বিদ্যালয়ের বিদ্যমান অসুবিধাগুলি চিহৃিত করে   তা সমাধানের চেষ্টা করা ।

 মা  দলের সাথে বৈঠক

 বাড়িতে ছেলেমেয়েদের নিয়মিত লেখাপড়া তদারক করা ও নিশ্চিতকরন, স্বাস্থ্যসেবা তদারকীকরন, পুষ্টি সম্পর্কিত আলোচনা।

যুব দলের  সাথে বৈঠক 

বিদ্যালয়ে  শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরন, বাড়ীতে ছেলেমেয়েদের লেখাপড়া তদারকী করা । এসএমসি, মা দলের সাথে যোগাযোগ করা ।

ফিল্ম শো প্রদর্শন

 

 মিনা কার্টুন প্রদর্শন করে ছেলেমেয়েদের স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, পায়খানার পর সাবান বা ছাই ব্যবহার করা , যৌতুক নেয়া ও দেয়া সমান অপরাধ, বাল্য বিবাহ রোধ, ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে সম অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ছেলেমেয়েদের স্কুলে লেখাপড়ার আগ্রহ সৃষ্টি করা

 

পথ নাটক প্রদর্শন

পথ নাটক প্রদর্শন করে স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার, পুষ্টি,মেয়ে শিশুর শিক্ষার হার বৃদ্ধি,শিক্ষার অধিকার সম্পর্কে

 

ক্লিনিং ডে

পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সচেতনতা সৃষ্টি, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল পরিস্কার করা , বাড়ীঘর পরিস্কার রাখা ইত্যাদি শিখিয়ে দেয়া, স্কুলে টয়লেট সামগ্রী  যথা হারপিক, টয়লেট ব্রাশ, ঝাড়ু, ঝাড়ন, বালতি,মগ,সাবান  ইত্যাদি দেয়া হয়েছে।

গোল টেবিল বৈঠক

উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক,স্কুল পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি/সাধারন সম্পাদক সমন্বয়ে আলোচনার মাধ্যমে শিক্ষার মান নিশ্চিতকরনের পন্থা খুঁজে বের করা।

 

 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তির হার বৃদ্ধি,ঝরে পড়া রোধ, খেলাধূলার মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষা ও প্রতিযোগীতার মনোভাব তৈরীর জন্য সংস্থা কতৃক মনোনীত প্রতিটি স্কুলের জন্য ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। আলাদা না করে ক্লাষ্টার ভিত্তিতে দুই অথবা তিনটি স্কুল একসাথে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

 

শিক্ষামূলক পরিদর্শন

সামাজিক পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরন ও দক্ষতা অর্জনের লক্ষ্যে মনোনীত স্কুলের পরিচালনা কমিটি, মা ও যুব কমিটির সদস্যদের অন্য এলাকার স্কুল পরিদর্শন করানো।

লক্ষিত জনগোষ্ঠির সহযোগীতায় শিক্ষা সামাজিক আবাসন বিষয়ক কর্মশালা ও ছাত্রাবাস চালু

 প্রাথমিক শিক্ষা সমাপ্তকারী ছাত্রদের জন্য বৌদ্ধ বিহারে ছাত্রাবাস কার্যক্রম চালু করা।এই কার্যক্রমের দ্বারা শিক্ষার সাথে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহন  করার চেষ্টা।

মা দলের সদস্যদের প্রশিক্ষন 

শিশু শিক্ষা উন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ে  প্রশিক্ষন ।

যুব দলের সদস্যদের প্রশিক্ষন

শিশু শিক্ষা উন্নয়ন ও স্কুল ব্যবস্থাপনায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ে  প্রশিক্ষন।

শিশু অধিকার

সংশি­ষ্ট এলাকাবাসীর কাছে শিশু অধিকার সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার জন্য প্রশিক্ষন।

শিক্ষা ও শাসন ব্যবস্থা

শিক্ষার শাসন ব্যবস্থাপনা বিষয়ে  মা, যুবক ও এসএমসি কমিটির সদস্যদের প্রশিক্ষন

 

 

 

* কেস স্টোরী ( কেস স্টাডি ) :  সংযুক্ত ‘‘ গ ‘‘

 

* প্রতিষ্ঠানের প্রধানের নাম( ইডি) ও ছবি : সংযুক্ত ’’ঘ’

 

* কাপ্তাই উপজেলায় কর্মরত( দায়িত্বপ্রাপ্ত) কর্মকতার ছবি : ’’ঙ’’

 

 

 

 

 

 

 

সংযুক্ত ’’ক’’

 

শিক্ষা উপকরন বিতরনঃ